¡Sorpréndeme!

চোখের সামনে স্বামীকে কুপিয়ে হত্যার বর্ণনা দিলেন স্ত্রী মিন্নি | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় স্বামী রিফাত শরীফকে। বুধবার সকালে স্ত্রীকে নিয়ে বের হন রিফাত। বরগুনা সরকারি কলেজের সামনে এলে প্রকাশ্যে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কুপিয়ে হত্যা করে বরগুনা পৌরসভার ধানসিঁড়ি সড়কের আবু বকর সিদ্দিকের ছেলে নয়ন বন্ড এবং তার প্রতিবেশী দুলাল ফরাজীর ছেলে রিফাত ফরাজী। এ সময় বারবার সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

চোখের সামনে স্বামীকে হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন মিন্নি। বললেন, আমার চোখের সামনেই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে তারা। অনেক চেষ্টা করেও স্বামীকে বাঁচাতে পারিনি আমি।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/509556

আরও পড়ুন - https://www.jagonews24.com/law-courts/news/509559
https://www.jagonews24.com/country/news/509460
https://www.jagonews24.com/national/news/509565
https://www.jagonews24.com/country/news/509519
https://www.jagonews24.com/country/news/509498